চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী। তার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৪ টা থেকে চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ এলাকা, অনুপনগর উচ্চ বিদ্যালয় এলাকা, চরঅনুপনগর মধ্যপাড়া, উষাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে ডা. গোলাম রাব্বানী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল সেক্টরে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন এবং শেখ হাসিনাকে আগামীতে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। রাব্বানী বলেন-রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বড় দেশগুলো যখন নাস্তানাবুদ তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশের উন্নয়নে ধারা অব্যাহত রয়েছে। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তা না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কাবীর, সাবেক ছাত্রলীগ নেতা নাসিরুল ইসলাম, আব্দুল জব্বার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনসহস্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।