চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার

21

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুল বারিকের নেতৃত্বে টহল দল অভযান চালায়। অভিযানে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর পাড় এলাকা থেকে মালিকবিহীন ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।