চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কাব ও স্কাউট সদস্যদের অর্থ সহায়তা

62

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্লাব ও স্কাউট ৫০জন অস্বচ্ছল সদস্যের মাঝে অর্থ সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলা স্কাউটস ভবনের সামনে জাগরনী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস গোমস্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা স্কাউট কমিশনার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুজ্জামান বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট ও কাব লিডারগণ। উল্লেখ্য, উপজেলার এই ৫০জন অস্বচ্ছল কাব ও স্কাউট সদস্যকে ৫ শ টাকা করে মোট ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়।