চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়া অটোভ্যান উদ্ধার, ৩ জন আটক

43

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়া তিনটি অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী এক ভ্যানমালিকের অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার রাতে রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাংসইল গ্রামের হযরত আলীর ছেলে মোকসেদুল ইসলাম ওরফে চন্দন (৩৫), রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার রবজুল হকের ছেলে শাহালাল হোসেন বাবু (৩২) ও নাচোল উপজেলার কাজলা গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুল খালেক (২৯)।
পুলিশ জানায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের দেলোয়ার হোসেন নামে এক অটোভ্যান মালিক গত ২৩ জুন রহনপুর স্টেশন বাজার মাছপট্টি এলাকায় ভ্যান রেখে বাজারের ভেতরে যান। ফিরে এসে দেখেন তার অটোভ্যান নেই। অনেক খোঁজাখুঁজি করে ভ্যানটি খুঁজে পাননি। এ ঘটনায় গত শুক্রবার ওই ব্যক্তি গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ ওই দিনের সিসি ফুটেজ সংগ্রহ করে অভিযানে নামে। প্রথমে পুলিশ রহনপুর আহমদিয়া বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের পাড়ায় জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালায়। ওই সময় রুবেল বাড়ি থেকে পালিয়ে গেলেও মোকসেদুল ইসলাম চন্দনকে আটক করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত কাটার মেশিন জব্দ করা হয়। পরে আটক চন্দনের তথ্যের ভিত্তিতে হুজরাপুরের বাবুর ভাংড়ি দোকান থেকে তাকে আটক করা হয়। এছাড়া রহনপুর পৌর এলাকার পীড়াসন মহল্লায় শ্বশুরবাড়ি থেকে আব্দুল খালেককে চুরি হওয়া ভ্যানসহ আটক করা হয়। চুরি হওয়া অটোভ্যান উদ্ধারে রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল বারি ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক অভিযান পরিচালনা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।