চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় র্যাপিডলি স্প্রেড ব্লাড ব্যাংক নামের স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন চৌডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব।
পরে ওই স্থানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাকিম আহম্মেদ। মুনিরুল ইসলামের সংঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. আনসারুল হক, চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, সংরক্ষিত ইউপি সদস্য সুলেখা বেগম, চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও অ্যাডমিন মসিউর রহমান, স্বেচ্ছাসেবী সংস্থা চাঁপাইনবাবগঞ্জ মহানন্দার প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন সিরাজী। আলোচনা শেষে সংগঠনের সদস্যদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
Home চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন