চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে রহনপুর পৌরসভা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে ৯-৮ গোলে চৌডালা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। এরআগে খেলার প্রথমার্ধ্বে রহনপুর পৌরসভা একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধ্বে চৌডালা একাদশ গোল করে সমতা আনে।
উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, টুর্নামেন্ট কমিটির আহবায়ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসগর আলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাকির বিশ্বাস।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন চৌডালা ইউনিয়ন ফুটবল দলের আবু বক্কর ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট রহনপুর পৌরসভা দলের তুহিন আলী। টুর্নামেন্টে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৯টি দল অংশ নেয়।
Home চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রহনপুর পৌরসভা ফুটবল একাদশ