চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক-ভটভটির সংঘর্ষে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডা-সরাইগাছী আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেছেন ভটভটির চালক মোজাম্মেল হক বাবু (২৭)। নিহত চালক উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোষীমনি কাঁঠাল গ্রামের বাসিন্দা মাইনুল ইসলামের ছেলে।
সোমবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সোমবার সকালে নঁওগার পোরশা উপজেলার সরাইগাছী দিকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটির চালক মোজাম্মেল হক বাবু মারা যান। এই ঘটনার পর ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি চৌধুরী জোবায়ের আহমেদ আরো বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।