শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জের গণকায় হজ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গণকায় হজ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিকদার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনায় স্থানীয় আবুল কাশেম হজ কাফেলা এই প্রশিক্ষণের আয়োজন করে।
সকাল ১০টায় গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হজ প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
আবুল কাসেম হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ সাবেক পৌর মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কাশেম হজ কাফেলার পরিচালক আলহাজ মো. নওশাদ আলী, আলহাজ মো. দুলাল আলী, আলহাজ মো. কাওসার আলীসহ অন্যরা।
পবিত্র হজ পালনে গমনেচ্ছু হাজিদের প্রশিক্ষণ দেন, পাঠানপাড়া জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা মো. আমানুল্লাহ আমান।
প্রশিক্ষণে হজ গমনেচ্ছু সাড়ে ৪০০ জনকে হজ পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুন