ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরের আম্রকাননে। গত ৮ এপ্রিল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানটির শুটিং হয়। সেই ধারণকৃত অংশ সহ পূর্ণাঙ্গ ইত্যাতি আজ শুক্রবার প্রচারিত হবে বিটিভিতে। রাত ৮ টার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’র এই পর্বটি বিটিভি ছাড়াও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানে থাকছে চাঁপাইনবাবগঞ্জ, আম, ফজলে রাব্বী রবিনের সর্পপ্রীতি আর খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিত শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পাশে অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। এই প্রতিবেদনে রয়েছে নবাবদের নানা বিচিত্র ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গানে সুর করেছেন হানিফ সংকেত। এই গানের সঙ্গে নাচে অংশ নিয়েছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ল্যাডলি মোহন মৈত্র ও গৌরী চন্দ্র গানের সংগীতায়োজন করেছেন মেহেদী। রয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য গম্ভীরা। গম্ভীরা পরিবেশন করেছেন মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান।