চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে অষ্টম শ্রেণি বনাম সপ্তম শ্রেণি ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় অষ্টম শ্রেণি ৪-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহা. এতাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ও কমার্সের সাবেক পরিচালক শাহজাহান আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজমাল হোসেন এবং সদস্য তরিকুল ইসলাম। এ সময় শিক্ষকদের মধ্যে মোস্তাক হোসেন, নাজরিন খাতুন, রোজিনা খাতুন, মোহা. অহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, নুরুন নাহার, জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারী জহুরুল হক জনিসহ অন্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক খসরু পারভেজ টিপু।
গতকাল মঙ্গলবার শেষ হওয়া টুর্নামেন্ট গত ২০ সেপ্টেম্বর শুরু হয়।