নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে করোনা উদ্ভূত পরিস্থিতিতে আম, লিচুসহ মৌসুমি ফল উৎপাদন ও পরিবহন এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি কর্মকর্তা, কৃষক ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (১৬ মে) বেলা ১১ টার দিকে ঢাকায় কৃষি মন্ত্রণালায় আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মতবিনিময় করেন।
এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন জেলা চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেরা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, জেলা মার্কেটিং অফিসার নুরুল ইসলাম, কৃষক মঞ্জুর আলী, ইসমাইল খান শামীম প্রমূখ।
ক্ষতিগ্রস্ত আমচাষিদের প্রলোদনা দেয়ার দাবি জানান, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং চাঁপাইনবাবগঞ্জের সার্বিক পরিস্থতি তুলে ধরে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন-চাঁপাইনবাবগঞ্জে সম্পূর্ণ কেমিকেলমুক্ত আম চাষ করা হয়েছে। এছাড়াও ইসমাইল খান শামীম কথা বলেন।
সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর, নওগাঁসহ আম-লিচু উৎপাদনকারী জেলাগুলি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়।