গৌড় বাংলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ ফৌরসভার আজাইপুর দারুল কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় মরহুম সফিকুল ইসলাম শিক্ষা সহায়তা তহবিল থেকে মাদ্রাসার নূরানী বিভাগের ৫২ জন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও মাদ্রাসার শিক্ষা মান উন্নয়ন কমিটির সভাপতি গোলাম ফারুক মিথুন, মাদ্রাসার পরিচালক আতিকুর রহমান , শিক্ষা সহায়তা তহবিলের সদস্য সচিব রিয়াদ ফয়সাল।