চাঁপাইনবাবগঞ্জেরগোবরাতলায় ক্রিকেট লীগের ফাইনাল

45

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা গার্লস স্কুল মাঠে  শুক্রবার বিকাল ৫টায় জিপিএল ক্রিকেট লীগের ফাইনাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন, গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি ও সাধারণ সম্পাদক মহসিন রেজা বাবুসহ অন্যরা।
লীগে মোট সাতটি দল অংশ নেয়। ফাইনালে নিমতলা স্পোর্টিং ক্লাব ৬০ রানে সোনালী অতীত ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।