শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জেও এক দফা দাবিতে কর্মবিরতি নার্সদের

চাঁপাইনবাবগঞ্জেও ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাকে অপসারণ করে সেই পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন নার্সরা। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল চত্বরে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন।
এসময় হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে নার্সিং সেবা বন্ধ রাখা হয়। তবে জরুরি বিবেচনায় তারা নার্সিং সেবা প্রদান করেন।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ’র ব্যানারে আয়োজিত কর্মবিরতিকালে বক্তব্য দেন- নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ ও নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জেলার আহ্বায়ক মমোতাজ বেগম, সহকারী পাবলিক হেলথ নার্স মো. মাসুম বিল্লাহ, নার্সিং সুপারভাইজার মো. আজিম উদ্দিন ও নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, সিনিয়র স্টাফ নার্স ওবাইদুর রহমানসহ অন্যরা।
বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানান। বুধবারও  এই কর্মসূচি একই সময়ে পালন করা হবে বলে জানান তারা।

About The Author

শেয়ার করুন