-অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উদযাপন-
চাঁপাইনবাবগঞ্জে লালপতাকা মিছিল, আলোচনা ও গণসঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপিত হয়েছে। ররিবার সকালে শহরের পৌর পার্ক থেকে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি, চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত লাল পতাকা মিছিলটি বের করা হয়। এতে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরপার্কে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতেই বিপ্লবী গণসঙ্গীত পরিবেশন করা হয়। পরে উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল আলম ভোতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান, বাসদের কেন্দ্রীয় সংগঠক জনার্দন দত্ত নান্টু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক ইলিয়াস উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আবু বাক্কার, বাসদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন, আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু হাসিব।
বক্তারা বলেন, একশ বছর আগে রুশ বিপ্লব দুনিয়া কাঁপিয়ে সমাজতন্ত্র নামে নতুন এক সমাজের জন্ম দিয়েছিল। অতীতের সমস্ত বিপ্লবকে পেছনে ফেলে ব্যক্তি মালিকানার সমাজের পরিবর্তে সামাজিক মালিকানার সমাজ প্রতিষ্ঠা পেয়েছিল। শোষণের শৃঙ্খল ভেঙ্গে পৃতিবীতে নতুন এক সমাজের সৃষ্টি হয়েছিল। নারীরা গৃহদায়িত্ব থেকে মুক্তি পেয়েছিল। কৃষক পেয়েছিল জমি। শ্রমিকের কাজ, শিশুর বিকাশে পুঁজিবাদ যে জঞ্জাল তৈরী করেছিল, সমাজতান্ত্রিক রাশিয়া তা থেকে মুক্ত মানুষের সমাজ ঘোষণা করেছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি নেতা ইসরাইল সেন্টু, এবিএম সাইদুল ইসলাম, শিক্ষক আলী আশরাফ বাবু, রফিক হাসান বাবলুসহ অন্যান্য।