সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১৭, ২০২৫ by

চাঁপইনবাবগঞ্জের ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

চাঁপইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ মোড়ে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি মো. আনোয়ারুল হক, বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আখতারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, দপ্তর সম্পাদক নুরুল হোদাসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন