চাঁদে যাওয়ার পথে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ বড় ধরনের বিপত্তিতে পড়েছে বলে জানা গেছে। চাঁদের নির্ধারিত প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশ করতে পারেনি মহাকাশযানটি। পরিস্থিতি বিশ্লেষণ করে বিস্তারিত জানার চেষ্টা করছেন রুশ বিজ্ঞানীরা। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, রোবোটিক মহাকাশযানটি গত শনিবার কক্ষপথে প্রবেশ করার কথা ছিল। রাশিয়ার মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, গত শনিবার কক্ষপথে প্রবেশ করার কথা থাকলেও একটি জরুরি পরিস্থিতির কারণে কৌশলটি ব্যর্থ হয়েছ।
দলটি পরিস্থিতি বিশ্লেষণ করে বিস্তারিত জানার চেষ্টা করছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়। নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থার সাথে একটি প্রতিযোগিতায় যোগ দিয়ে রাশিয়া গত সপ্তাহে নৌযানটি চালু করেছে। রসকসমস জানায়, এটি ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার জন্য নির্ধারিত ছিল। রসকসমস জানায়, আপাতত ‘থ্রাস্ট’ ছেড়ে দিয়ে প্রিল্যান্ডিং কক্ষপথকে তারা সহজ করতে চাইছে। গত জুন মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে রসকসমস প্রধান ইউরিবরিসভ জানিয়েছিলেন যে এই অভিযান খুব একটা সহজ হবে না, এটি ঝুঁকিপূর্ণ। এর সাফল্য ৭০ শতাংশ বলে তিনি তখনই অনুমান করেছিলেন। প্রায় ৪৭ বছর পর ফের চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। এই মহাকাশযানের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা। আর চাঁদে এটি এক বছর স্থায়ী থাকবে বলে কথা রয়েছে। সেখানে কিছু নমুনা সংগ্রহ ও মাটি নিয়ে পরীক্ষা নীরিক্ষা করবে এই যান।