চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মোড়ে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের ১নং কলোনিপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান ও স্থানীয় সূত্র জানান, রবিবার বিকেল ৫টার দিকে বাইসাইকেলযোগে যাবার পথে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন মতিউর রহমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ক্যাভার্ডভ্যানটি সদর থানা পুলিশ আটক করেছে, চালক পালিয়ে গেছে।