চলে গেলেন মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী রেবেকা জোনস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রেবেকা। এর আগে ২০১৯ সালে ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়েছিল অভিনেত্রীর। অতি সম্প্রতি, ফুসফুসের সংক্রমণ এবং নিউমোনিয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জোন্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার এজেন্সি। টুইটারে একটি বিবৃতি শেয়ার করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সাথে আমরা আমাদের প্রিয় এবং প্রশংসিত রেবেকা অ্যান জোনস ফুয়েন্তেসের মৃত্যুর খবর জানাতে চাই।
রেবেকা সর্বদা তার প্রিয়জনদের সাথে ছিলেন এবং শান্তিপূর্ণভাবে চলে গেলেন। তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা যাদের জন্য তিনি সারাজীবন কাজ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে আমরা তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে বিদায় জানাব। রেবেকার স্বাস্থ্য সম্পর্কে সর্বদা সচেতন সবাইকে ধন্যবাদ। ইতিহাস কখনো বিদায় বলে না। এটা বলে যে সবসময় পরে দেখা হবে।” রেবেকা জোনস গত বছরের শেষের দিকে ফুসফুসে সংক্রমণের পর নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন। সেটি থেকে সেরে ওঠার পর কয়েক মাস ভালো কাটিয়েছেন অভিনেত্রী।
২ নভেম্বর তার পরিবার রক্তদাতার সন্ধান চেয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল। ১৯৫৭ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন রেবেকা। টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী। ১৯৮২ সালের সিরিজ ‘এল আমর নুনকা মুয়েরে’তে তিনি মেরি অ্যান চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জীবনে ছিলেন রেবেকা জোন্স। পুরস্কার বিজয়ী অভিনেত্রী ‘হু কিল্ড সারা?’, ‘ডোনা ফ্লোর অ্যান্ড হার টু হাজব্যান্ডস’, ‘লা কাসা দে লাস ফ্লোরেস’ এবং ‘সেনোরা অ্যাসারোর’ মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। সূত্র : টুডে ডটকম