শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ৭, ২০২৪ by

চলে গেলেন মার্কিন র‌্যাপার কোয়ান

গানের জগতের পরিচিত র‌্যাপার রিচ হোমি কোয়ান। বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে তার। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, জনপ্রিয় এই মার্কিন র‌্যাপার মারা গেছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। তবে ৩৪ বছর বয়সী গায়কের মৃত্যুর কারণ জানা যায়নি। ‘ফ্লেক্স (ওহ, ওহ, ওহ)’, ‘টাইপ অব ওয়ে’ ইত্যাদি গানের জন্য কোয়ান পরিচিত ছিলেন। মূল নাম ডিকোটস ডিভন্টি হলেও কোয়ান নামেই পরিচিতি পান তিনি। ২০১৩ সালে ‘টাইপ অব ওয়ে’ গান দিয়ে মূল ধারার র‌্যাপ সংগীতে পরিচিতি পান কোয়ান। পরে ২০১৫ সালে মুক্তি পায় তার সবচেয়ে আলোচিত গানগুলোর একটি ‘ফ্লেক্স’। এককভাবে গান করা ছাড়াও এ সময়ের আলোচিত কয়েকজন র‌্যাপারের সঙ্গেও গান প্রকাশ করেছেন কোয়ান। ১৯৮৯ সালের ৪ অক্টোবর আটলান্টায় জন্মগ্রহণ করেন কোয়ান, চলে গেলেন নিজের জন্ম শহরেই। রিচ হোমি কোয়ানের মৃত্যুতে র‌্যাপ সংগীতাঙ্গনে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তার ভক্ত, অনুসারী থেকে সংগীতশিল্পীরা।

About The Author

শেয়ার করুন