তামিল অভিনেতা মায়িলসামি মারা গেছেন। গতকাল রোববার ভোরে চেন্নাইতে মারা যান এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৫৭ বছর। এই কৌতুক অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে শিল্পী সমিতি। মায়িলসামি ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কমেডিয়ান হিসেবে তিনি তামিল ইন্ডাস্ট্রিতে সুপরিচিত ছিলেন। তামিলের শীর্ষ অভিনেতা অজিথ কুমার, বিজয় এবং কমল হাসানের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন মায়িলসামি। টিভিতেও বেশ কিছু জনপ্রিয় কাজ করেছেন তিনি। মায়িলসামির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলের নামিদামি তারকারা।
কমল হাসান টুইটারে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমার বন্ধু মায়িলসামি তার নিজস্ব স্টাইলে কমেডি অভিনয় উপস্থাপন করে ইন্ডাস্ট্রিতে সফল। প্রিয় বন্ধু মায়িলসামির প্রতি শ্রদ্ধা।’ অভিনেত্রী সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে হতবাক। আপনার হাস্যরস এবং ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটটিকে আনন্দে পূর্ণ করে রাখে। স্যার, আপনার পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা।’ রাজ্যসভার সাবেক সদস্য শরৎ কুমার টুইটারে লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে হতবাক ও ভেঙে পড়েছি। গভীরভাবে শোকাহত। তার পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’ সূত্র : হিন্দুস্তান টাইমস