চলে গেলেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা

5

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা চুং লিম। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৭। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে অভিনেতার মৃত্যুর খবরটি। মরণব্যাধি ক্যানসার বাসা বেঁধেছিল চুং লিমের শরীরে। দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। শেষ পর্যন্ত ঘাতক রোগের কাছে পরাস্ত হয়ে নিভে গেল তার জীবনপ্রদীপ। জানা গেছে, ২০০৪-২০১১ সাল পর্যন্ত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন চুং লিম। পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে কয়েক বছর ধরে অভিনয় ছেড়ে একটি মোটরসাইকেল কোম্পানিতে যোগ দিয়েছিলেন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই যুক্ত ছিলেন এই অভিনেতা। ‘কে ড্রামা’র হাত ধরে ২০০৪ সালে অভিনয়ে পা রাখেন চুং লিম। তার প্রথম সিনেমা ছিল ‘অ্যাম সরি, আই লাভ ইউ’। এতে খুবই ছোট্ট একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল চুং লিমকে। তবে এরপর আরও বেশ কিছু সিনেমায় কাজ করেছিলেন এই অভিনেতা।