শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৪, ২০২৪ by

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল


চলতি নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশ মেয়েরা। মিরপুর হোম অব ক্রিকেটে ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। আগামী ২২শে নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ২৭ তারিখ প্রথম ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ৫০ ওভারের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১০টা থেকে। ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এই ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ ৭ ও ৯ ডিসেম্বর। দুপুর ২টা থেকে শুরু হবে ম্যাচগুলো।
আয়ারল্যান্ড নারী দলে বাংলাদেশ সফর সূচি-
২৭ নভেম্বর- ১ম ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা
৩০ নভেম্বর- ২য় ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা
২ ডিসেম্বর- ৩য় ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা
৫ ডিসেম্বর- ১ম টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা
৭ ডিসেম্বর- ২য় টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা
৯ ডিসেম্বর- ৩য় টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা

About The Author

শেয়ার করুন