Last Updated on জুলাই ১, ২০২৪ by
চলচ্চিত্র নির্মাণে মন দেবেন শাহনূর
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। এর আগে নিজের প্রযোজনা সংস্থা থেকে নাটক, তথ্যচিত্র নির্মাণ করলেও এবার নতুন স্বপ্ন দেখছেন তিনি। সব ঠিক থাকলে শিগগিরই মন দেবেন চলচ্চিত্র নির্মাণে। সম্প্রতি গণমাধ্যমকে শাহনূর বলেন, একজন নায়িকা বা অভিনেত্রী হিসেবে আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। অভিনয়ে অভিজ্ঞতা তো আছেই আমার। আবার প্রধান সহকারী পরিচালক হিসেবেও কিন্তু আমি কাজ করেছি। সর্বশেষ ছটকু আহমেদ স্যারের ‘আহারে জীবন’ সিনেমায় তার সহকারী হিসেবে কাজ করেছি। আবার এই সিনেমায় অভিনয়ও করেছি। তাই নির্মাণে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকেই শুধু নয়, যখন সিনেমা নির্মাণে পুরোপুরি আসব তখন নিজেকে আরও একটু প্রস্তুত করেই আমি নির্মাণে আসব। এই চিত্রনায়িকা আরও বলেন, বেশ চমৎকার গল্প আছে আমার কাছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই ভিন্ন রকম গল্প। একজন ঠিকঠাক প্রযোজক পেলেই সিনেমা নির্মাণে আসব বলে আশা রাখছি। তাছাড়া এটাও সত্যি, আমার কিছু শুভাকাক্সক্ষী আছে, যারা আমার সবসময়ই ভালো চান। তাদের সঙ্গে মাঝে মাঝে রাগ হয়, অভিমান হয়। কিন্তু এটা জানি, তারা আমার কোনোদিন কোনো ক্ষতি করবেন না। কারণ তারা মন থেকে ভালো মানুষ, আমি বরং তাদের কষ্ট দিতে পারি। তারা কোনোদিন দেবে না। সেই মানুষগুলোও চান আমি যেন সিনেমা নির্মাণ করি। এখন দেখা যাক সময় কী বলে। প্রসঙ্গত, চিত্রনায়িকা শাহনূর ক্যারিয়ারে অভিনয় করেছেন ৬১টিরও বেশি সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। এ ছাড়া তিনি সম্প্রতি শেষ করেছেন ‘রাজকুমারী’ সিনেমার ডাবিং।