শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৩, ২০২৪ by

চরাঞ্চলে র‌্যাবের অভিযান : দুই কেজি হেরোইন উদ্ধারসহ একজন গ্রেপ্তার

 

র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোর পৌনে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মধ্যচর রুবেলপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মধ্যচর রুবেলপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. কবির (৩০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলার সদর উপজেলার মধ্যচর রুবেলপাড়া গ্রামের সীমান্তবর্তী দুর্গম পদ্মার চরে একজন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুত রেখে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল বুধবার ভোরে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় এজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতের বসতবাড়ির ভেতরে থাকা খড়ের স্তূপের নিচে দুই ফুট মাটির গভীরে লুকিয়ে রাখা অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করে। আটককৃত ব্যক্তি পেশায় একজন ট্রাক্টর চালক এবং কৃষি কাজ করে। এই পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে সে জড়িত।
এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

About The Author

শেয়ার করুন