চরবাগডাঙ্গায় ক্যারিয়ার গঠনে কুইজ প্রতিযোগিতা
‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধুই সম্ভাবনার’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম’র (সিএসডব্লিউএফ) আয়োজনে কুইজ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও ক্যারিয়ার গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৪টা থেকে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি ইউসুফ আলী ও বর্তমান সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন শান্তর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি মাহবুব আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদ রানা টিপু। প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রিসার্চ সাইন্টিস্ট ড. মো. সাদেকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি মাওলানা মো. মফিজউদ্দীন, চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াসিন আলী, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঢাকার সাবেক পরিচালক মো. আব্দুল আলিম, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর রহমান বশির, নয়ানশুকা রাসিদা খানম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম ও স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।