শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২, ২০২৫ by

চরবাগডাঙ্গায় ইউনিয়ন পরিষদে সেবাবঞ্চিতদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অপসারণ ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. বাবু।
বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু। ফলে তিনি পরিষদে অনুপস্থিত থাকছেন। যে কারণে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী।
মানববন্ধন কর্মসূচি থেকে চরবাগডাঙ্গার বাসিন্দারা চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— স্থানীয় বাসিন্দা মইদুল ইসলাম, মাহবুর রহমান, আমিনুল ইসলাম, বশির আলী, আব্দুর বারি।

About The Author

শেয়ার করুন