চরঅনুপনগর ও বোয়ালিয়ায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

10

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ.কে.এম তাজকির-উজ-জামান।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁসহ চরঅনুপনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলাতুলি, হড়মা, দেবীনগরের পানিবন্দি এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি জানান, ত্রাণ বিতরণ চলমান রয়েছে এবং আরো বেশি পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে পানিবন্দি মাুনষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের গোমস্তাপুর প্রতিনিধি আল মামুন বিশ্বাস জানান, বুধবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের প্রায় পঞ্চাশটি বন্যাকবলিত পরিবারকে শুকনা খাবার প্রদান করেছে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান।