বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৩০, ২০২৪ by

চমক রেখেই বিশ্বকাপ দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ দলে বেশ চমক রেখেছে প্রোটিয়ারা। মঙ্গলবার এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাদা বলের কোচ রব ওয়াল্টার। দলে রয়েছেন দুই নতুন মুখ ব্যাটার রায়ান রিকেলটন ও পেসার ওটনিয়েল বার্টমেন। এছাড়াও বিশ্বকাপ দলে রয়েছে কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। আর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন ত্রিস্টান স্টাবস। চার পেসার হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি এবং আনরিখ নরকিয়া। আর স্পিনার হিসেবে কেশব মহারাজ এবং তাবরিজ শামসির সঙ্গী হচ্ছেন বোর্ন ফর্টুইন।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।

About The Author

শেয়ার করুন