ইংল্যান্ডের বিপক্ষে ৪র্থ টেস্টে দলে থাকছেন না ডেল স্টেইন। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন এই ডানহাতি ফাস্ট বোলার।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বরাত দিয়ে মঙ্গলবার খবরে বলা হয়েছে, কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচেও খেলতে পারছেন না স্টেইন। এর আগে একই কারণে তিনি দ্বিতীয় ও তৃতীয় টেস্টেও মাঠে নামতে পারেননি।
নির্বাচকদের প্রত্যাশা ছিল তিনি তৃতীয় টেস্টেই ফিরতে পারবেন। কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী সুস্থতা লাভ করতে পারেননি স্টেইন। যে কারণে তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টেও দল থেকে ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকা দলের নির্ভরযোগ্য এই বোলার। প্রথম টেস্ট ম্যাচ থেকেই ইনজুরিতে ভুগছেন তিনি। দক্ষিণ আফ্রিকা অবশ্য ইতোমধ্যেই ০-২ ব্যবধানে সিরিজটিতে পিছিয়ে রয়েছে।
২২ জানুয়ারি শুক্রবার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে সিরিজের চতুর্থ টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।