চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে আমজুর হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- মো. শাহজাহান (৪২) ও মো. রফিকুল ইসলাম আরজু (২৮)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। পটিয়া থানার এসআই আক্তার হোসেন জানান, রাত ১১টার দিকে পটিয়ার দিকে যাওয়া মালবাহী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী মোটর সাইকেলের এ সংঘর্ষ ঘটে। তিনি বলেন, ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুজন ছিটকে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই আক্তার। নিহত শাহজাহানের মামা, ইতিহাসের খসড়া পত্রিকার সম্পাদক মো. শামসুল হক জানান, শাহজাহান পল্লী চিকিৎসক, আর তার শ্যালক রফিকুল ঢাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে কর্মরত। রাতে মোটর সাইকেলে করে শাহজাহান তার শ্যালক রফিকুলকে শহরে পৌঁছে দিতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। শাহজাহানের বাড়ি পটিয়ার সুচক্রদন্ডী ইউনিয়নে, আর রফিকুলের বাড়ি পটিয়ার কাগজিপাড়া এলাকায়।