চট্টগ্রামে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

1

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (৩) ও দিগন্ত (৩)। সকলে চন্দনাইশ উপজেলার মোহাম্মপুর এলাকার দুলাল মাস্টারের বাড়ির বাসিন্দা।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭ জনের লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া সাতজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় তিনজকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের সকলের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।