চকপাড়া সীমান্তে মিনি ট্রাকসহ জব্দ ফেনসিডিল

11

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় একটি মিনি ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টায় চকপাড়া বিওপির হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে টহল দল ধুপরা বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৪ বোতল ফেনসিডিল ও ১টি মিনি ট্রাক (টাটা) জব্দ করা হয়।