চকপাড়া সীমান্তে বিজিবির ফেনসিডিল জব্দ

24

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৪৮৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গত ৮ মে রবিবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে টহল দল চকপাড়া সীমান্ত এলাকায় টহলের সময় কয়েকজন চোরাকারবারিকে দেখতে পায়। এসময় টহল দল তাদেরকে ধাওয়া করলে তারা ৩টি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে ফেলে যাওয়া বস্তা হতে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।