চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। চকপাড়া ও সোনামসজিদ বিওপির জওয়ানরা এ অভিযান চালায়।
পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৫ এপ্রিল দিবাগত রাত পৌনে ২টায় চকপাড়া বিওপির হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে টহল দল বাগিচাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৫ এপ্রিল রাত ৮টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. সেলিম পারভেজের নেতৃত্বে টহল দল লাখী স্কেলের পূর্ব পার্শ্বে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ৩০৫ গ্রাম হেরোইন এবং ১৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।