চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম গণসংযোগ, মতবিনিময় ও উঠোন বৈঠক অব্যাহত রেখেছেন।
এসময় তিনি বতর্মান সরকারের উন্নয়ন চিত্র তুৃলে ধরছেন। আওয়ামী লীগকে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানাচ্ছেন। উন্নয়নের বিবরণ তুলে ধরে এলাকার মানুষের সাথে সমস্যা ও সমাধানের বিষয়েও আলোচনা করছেন।
এর ধারাবাহিকতায় গত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন বেনাউল ইসলাম। চককির্তী হাইস্কুল অ্যান্ড কলেজের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চককির্তী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন।
চককির্তী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চককির্তী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইউসুফ আলী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঙ্গলু আলী, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলসহ অন্যরা।