ঘূর্ণিঝড়ে জনসাধারণের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান তোফায়েলের

19

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ জনসাধারণের জানমাল রক্ষায় ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তীতে তাদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, দেশে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের ছোবল থেকে সাধারণ জনসাধারণকে রক্ষা করার জন্য নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।
তোফায়েল আহমেদ নিজস্ব উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের ধনীয়া ইউনিয়নে ১০ হাজার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে টেলি কনফারেন্সে এসব কথা বলেন। এর আগে ৩ দফায় তিনি ৩০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর পদ্ধতিতে গরিব মানুষের মাঝে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন। এই টাকা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে। একই ঘরে একাধিক ব্যক্তির নাম লিস্ট করা যাবে না। কেউ এ ধরনের তালিকা করলে তা বাদ দিতে হবে।
তোফায়েল আরো বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের শিল্প কলকারখানার জন্য প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। যতদিন পর্যন্ত এই করোনা দুর্যোগ থাকবে, ততদিন পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম চলবে।
সাবেক এই মন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সকল গরিব মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রাণ নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সে ব্যাপারেও তিনি সকলকে সতর্ক করে দেন। তিনি যার যার সামর্থ্য অনুয়ায়ী ত্রাণ নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান।
সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনার আহবান জানিয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় মানুষদের এসব ত্রাণ পৌঁছে দিতে হবে। কারো সাথে যেন কারো স্পর্শ না হয়। কারণ করোনা একটি ছোঁয়াচে রোগ।
স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়, সেসব এলাকা লকডাউন করে দিতে হবে। এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেন জনসাধারণ না যেতে পারে সে ব্যাপারে নজর দিতে হবে।
এ সময় জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বাপ্তা, কাচিয়া, রাজাপুর, পূর্ব ইলশা, রাজাপুর ও পশ্চিম ইলশা ইউনিয়নে প্রথম দিনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।