ঘুরে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিলো ডেনমার্ক

11

উয়েফা নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন অভিজ্ঞ করিম বেনজেমা। কিন্তু গতরাতে গোল করেও ফ্রান্সকে জেতাতে পারলেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। পিছিয়ে পড়েও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে ডেনমার্ক। ফরাসিরা ঘরের মাঠ প্যারিসের স্তাদে ফ্রান্স স্টেডিয়ামে ২-১ গোলের ব্যবধানে হরে যায় ড্যানিশদের কাছে। দুটি গোলই করেছেন আন্দ্রেয়াস কর্নিলিউস। ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে ফ্রান্স। বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল তারা। ম্যাচের পরিস্থিতি দেখলে যে কেউ বলবে পুরো ম্যাচে জুড়ে কতটা দূর্দান্ত ছিল স্বাগতিকরা।

কিন্তু ধারার বিপরীতে জয় পেয়েছে সফরকারীরা। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও বিশ্বচ্যাম্পিয়নরা প্রথমার্ধে গোল বের করতে পারেনি। ড্যানিশদের ডিফেন্সের মুখ থেকে মুহূর্মুহু আক্রমণ ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১তম মিনিটে বেনজেমার গোল স্বস্তি ফেরালেও দ্রুতই ম্যাচে ফিরে আসে ডেনমার্ক। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৯টি শট নেয় ফরাসিরা, যার মাত্র ৬টি লক্ষ্যে। বিপরীতে ডেনমার্কের আট শটের পাঁচটিই ছিল লক্ষ্যে। এই ৫টি শটের মধ্যে ৬৮ ও ৮৮ মিনিটে জাল খুঁজে পায় বল। হারের হতাশা ভরা দিনে ফরাসি শিবিরে আরও এক দুঃসংবাদ। চোটে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে।