ঘাতকরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল : ডা. শিমুল এমপি

77

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-১, (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেছেন, ‘‘২০০৪ সালের ২১ আগস্ট ঘাতকদের মূলটার্গেট ছিল শেখ হাসিনা’’। অলৌকিকভাবে আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়মাঠে দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।
ডা. শিমুল বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর করে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা। বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রবানানোর পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। ২১আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত সরাসরি জড়িত উল্লেখ করে ডা. শিমুল বলেন, সেই সময় ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত জোটের মদদ ছাড়া দিনে-দুপুরে এমন ঘটনা ঘটাতে পারত না। ২১ আগস্টেরহামলাকারীদেরও বিচার কাজ সম্পন্ন হবে। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁর হাতকে আরও শক্তিশালী করার জন্য সবকিছু ভুলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমল হক বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ লালানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম আসাদ ও কারিবুল হক রাজিনসহ অন্যরা। স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামী লীগেরবিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা অংশ নেন।