Last Updated on মে ২৯, ২০২৫ by
ঘরে বসেই দেখা যাবে ‘সিতারে জামিন পার’
‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার ৩ বছর পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন বলিউডের আমির খান। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘সিতারে জামিন পার’। তবে এবার শুধু আবেগ নয়, হাস্যরসে ভরপুর হবে ছবিটি। কিছুদিন আগেই সিনেমাটির গল্প নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক, এবার ছবি মুক্তি নিয়ে একটি বড় ঘোষণা করার পর আরও একবার সমালোচনার মুখে পড়ল ছবিটি। ভারতীয় গণমাধ্যমের খবর, বড় পর্দায় মুক্তির পরেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না ‘সিতারে জমিন পার’। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম অথবা হটস্টারের মতো প্ল্যাটফর্ম, যেখানে নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে সাবক্রিপশনের পর যেকোনো ছবি বিনামূল্যে দেখতে পান দর্শকরা, সেই সমস্ত প্লাটফর্মে ছবিটি মুক্তি পাবে না। বড় পর্দার পর একমাত্র ইউটিউবে ছবিটি মুক্তি পাবে। যদিও এখানেও পে-পার-ভিউতে ছবিটি দর্শকরা দেখতে পাবেন। এর মানে, বড় পর্দা হোক অথবা ইউটিউব, ‘সিতারে জামিন পার’ ছবিটি দেখার জন্য অর্থ খরচ করতে হবে দর্শকদের। এই খবরটি সামনে উঠে আসায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। আমিরের ছবি বিনামূল্যে দেখা যাবে না এই খবরটি শোনার পর অনেকেই আবার ছবিটির মৌলিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি ছবি যেটি কিনা হলিউডের কপি করে তৈরি করা হয়েছে, সেই ছবিটি কেন ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে না, এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রসঙ্গত, ‘তারে জামিন পার’ ছবির সিক্যুেয়ল হতে চলেছে ‘সিতারে জামিন পার’। এই সিনেমায় আমির খানের সঙ্গে অভিনয় করবেন দর্শীল সাফারি এবং জেনেলিয়া ডিসুজা। আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।