শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ৩০, ২০২৫ by

গ্রেনাডা টেস্টেই মাঠে ফিরছেন স্মিথ

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আঙুলে চোট পান অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়াতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি স্মিথের। এবার দ্বিতীয় ম্যাচের আগে নিজেই জানালেন নিজের চোটের সর্বশেষ অবস্থা। গ্রেনাডায় দ্বিতীয় টেস্টে স্মিথকে ফিরে পাওয়ার আশার কথা আগেই জানিয়েছিলেন অজি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। লর্ডসে চোট পাওয়া স্মিথের পুনর্বাসন প্রক্রিয়া চলেছে নিউইয়র্কে। নেটে বিশেষ ব্যবস্থায় টেনিস বল এবং নরম ক্রিকেট বলে অনুশীলনও করেছেন। গত শনিবার বার্বাডোজে দলের সাথে যোগ দিয়েছেন স্মিথ। প্রথম টেস্টে তিন দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট গ্রেনাডায়। মাঠে নামার আগে ট্রেনিংয়ে নেমে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করেছেন স্মিথ। চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন নিজেই। স্মিথ বলেছেন, ‘আমার মনে হয়, আজকে বেশ স্বাভাবিকভাবে আমি ট্রেনিং করেছি। আজকে আমি কোনো ব্যথা বা এমন কিছু অনুভব করিনি। এখানে কেবল (হাতের) স্প্লিন্টে অভ্যস্ত হওয়া এবং কিছুটা চলাফেরা করার ব্যাপার ছিল। এটা খারাপ ছিল না।

এখানে অনেক চলাফেরা করতে হয়েছে আমাকে। বলে আঘাত করার সময়েও কোনো সমস্যা হয়নি, ভালো লেগেছে।’ ফিল্ডিংয়েও কিছু বিধিনিষেধ আছে স্মিথের জন্য। স্লিপে বা শর্ট লেগে ফিল্ডিং করতে পারবেন না তিনি। করতে হবে দূরে কোথাও। এ প্রসঙ্গে স্মিথ জানিয়েছেন, ‘উইকেটের সামনে থেকে ফিল্ডিং করা সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত ব্যাপারগুলোর মধ্যে অন্যতম। আমি এমনটা আগে কখনও করিনি। মিড-অন, মিড-অফ বা ফাইন লেগে ফিল্ডিং করাটা আসলে প্রথম স্লিপ বা দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করার চেয়ে অনেকটাই ভিন্ন।’ স্মিথ একাদশে ফিরলে খেলানো হবে ৪ নম্বরেই, যা আগেই নিশ্চিত করেছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। প্রধান কোচ জানিয়েছিলেন, ‘সে (স্মিথ) ম্যাচের আগের দিনও ট্রেনিং করবে।

যদি সেসব ঠিকঠাক যায় তাহলে আমি চাইব স্মিথ ৪ নম্বরে খেলুক। ৪ নম্বরে কেন স্মিথকে খেলাতে চাই, এক্ষেত্রে বলব আমরা এই ব্যাপারে সেটেল্ড রয়েছি। সে ৩ নম্বরেও দুর্দান্ত খেলেছে। তবে আমার মনে হয় যদি সর্বশেষ ১২ মাসে ৪ নম্বরে তার পরিসংখ্যান দেখেন, তর্কসাপেক্ষে আমাদের সেরা ব্যাটার সে, ফলে আমরা তাকে সেখানেই রাখতে চাই এবং বাকি জায়গাগুলো তাকে ঘিরে গড়ে তুলতে চাই। ব্যাটিং অর্ডারে অত বেশি অদলবদল আনতে চাই না।’ স্মিথ ফিরলে একাদশের বাইরে চলে যেতে হবে জশ ইংলিশকে। প্রথম টেস্টে ইংলিশ বাদেও ব্যাট হাতে সংগ্রাম করেছেন ওপেনার স্যাম কনস্টাস। ৩ নম্বরে খেলা ক্যামেরন গ্রিন তো ফাইনাল থেকেই খাবি খাচ্ছেন। তবে তাদের উপর থেকে এখনই আস্থা হারাতে চান না স্মিথ। স্টিভেন স্মিথ বলেছেন, ‘তারা বেশ ভালো প্লেয়ার। এসব ব্যাপারে অনেক কথা হয়েছে, তবে আমার মনে হয় তাদের সুযোগ দেওয়া দরকার। সবসময় আপনি সাথে সাথেই ফল পাবেন না। আমাদের তাদেরকে সুযোগ করে দিতে হবে যেন তারা এমন কন্ডিশনে এবং আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে পারে। তাদের বেশ ভালো প্রতিভা রয়েছে এবং আমি মনে করি তাদের ভবিষ্যৎও বেশ উজ্জ্বল।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। গ্রেনাডাতে দ্বিতীয় ম্যাচ আগামী বৃহস্পতিবার।

About The Author

শেয়ার করুন