গ্রীনভিউ স্কুলে সততা স্টোর >ভবিষ্যৎ প্রন্মের মধ্যে গড়ে উঠবে সততা, জাগ্রত হবে দেশপ্রেম

103

গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় গত কাল সোমবার গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারিত অংশের ভিত্তি প্রস্তরও উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও কালেক্টরেট গ্রীন ভিউ ট্রাস্টের সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফতাব আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকসানা আহমদ।
বক্তারা বলেন, সততা স্টোর থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, খাতা-কলম ইত্যাদি কোন বিক্রেতা ছাড়াই নিজেরাই নগদ টাকা দিয়ে ক্রয় করবে। আর এর মধ্যদিয়ে তাদের মধ্যে সততা ও দুর্নীতি বিরোধী মনোভাব তৈরী হবে, জাগ্রত হবে দেশপ্রেম।
তাঁরা শিক্ষার মানোণœয়নে কোচিং বাণিজ্য ও প্রাইভেট পড়ানো বন্ধ করে বিদ্যালয়েই শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল বলেন-ভবন যা লাগবে আমরা দেব, আপনারা শিক্ষার মানোণœয়ন করুন। হরিমোহন, কিংবা বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো এই শিক্ষা প্রতষ্ঠিানকে একনম্বরে নিয়ে আসুন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন-গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোণœয়নে বিভিণœ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু জানান, দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সারাদেশে সততা স্টোর চালু করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রীন ভিউ স্কুলে আজ এটা চালু করা হল, আগামীতে অন্য বিদ্যালয়ে চালু করা হবে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি মইনুদ্দীন মন্ডল।