দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গ্রিনভিউ স্কুল : রোকসানা আহমদকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান নামে খ্যাত গ্রিনভিউ স্কুলের সদ্য পদত্যাগ করা প্রধান শিক্ষক রোকসানা আহমদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাবেক শিক্ষক রোকসানা আহমদকে আবারো তার পদে পুনর্বহালের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসিব, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আহমেদসহ অন্যরা।
বক্তারা বলেন, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষক রোকসানা আহমদকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা অন্যায়, আইনের পরিপন্থী। তাকে স্বপদে আবারো পুনর্বহাল করে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান তারা।
গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আহমদ বলেন, সহকর্মী হিসেবে আমি রোকসানা আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। উনার (রোকসানা আহমদ) সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। উনাকে আবার প্রধান শিক্ষক পদে ফিরিয়ে আনা উচিত।
পরে অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক এ কে এম গাঁলিভ খানের নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে রোকসানা আহমদকে প্রধান শিক্ষকের পদে পনর্বহালের দাবি জানানো হয়।

About The Author