বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৬, ২০২৪ by

গ্রাম আদালতকে বেগবান করতে অংশীজনদের প্রশিক্ষণ জরুরি : জেলা প্রশাসক

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতিসহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুুযোগ রয়েছে। আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালতের মাধ্যমে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিবাদগুলো মীমাংসা করা সম্ভব। এতে অর্থ ও সময় দুই সাশ্রয়ী হয়। কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠপর্যায়ের অংশীজনদের প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই জরুরি।
সভায় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসিফ আহমেদ ও জেলার পাঁচ উপজেলা নির্বাহী অফিসারগণ।
প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যানেজার মো. হাফিজ আল আসাদ ও রাজশাহী জেলার ম্যানেজার মো. লুৎফর রহমান।
সমন্বয় সভায় জানানো হয়, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গতবছরের সেপ্টেম্বর থেকে জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।

About The Author

শেয়ার করুন