Last Updated on মার্চ ৭, ২০২৫ by
গ্রামআদালত আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা : জেলা ও দায়রা জজ মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে ‘জেলাপর্যায়ে গ্রামআদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।
সভায় গ্রামআদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রামআদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামআদালত আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এটি একটি প্রশাসনিক ব্যবস্থা। এক্ষেত্রে চেয়ারম্যানদের সকলকে কাজ করতে হবে। কোনো দলের হয়ে কাজ করা যাবে না। অনেকেই এ আদালতের রায় মানে না বা বিচারের দিন উপস্থিত হন না। মনে করেন চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোনো ক্ষমতা নেই। গ্রামআদালতের রায় না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রায় না মানায় কোনো আবেদন নিষ্পত্তি হয় না। তখন দেওয়ানি ও ফৌজদারি আদালতে হাজির হন।
সমন্বয় সভায় স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীসহ বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন ইএসডিও’র মাধ্যমে জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা।