শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ৩০, ২০২৪ by

গোল্ডেন গ্লোবসে নিকির অভিষেক

এখনো বাকি চার মাস। এর মধ্যেই গোল্ডেন গ্লোবস কর্তৃপক্ষ জানিয়ে দিল, পুরস্কারটির আসন্ন ৮২তম আসর সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার। গত বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে গোল্ডেন গ্লোবসে অভিষেক হতে যাচ্ছে নিকির। তাই উচ্ছ্বাসের মাত্রাও অন্তহীন। নিকি বলেন, ‘গোল্ডেন গ্লোবস সঞ্চালনার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। টেলিভিশনে আমার প্রিয় আয়োজনগুলোর মধ্যে একটি।

গোল্ডেন গ্লোব শুধু টিভি ও চলচ্চিত্রের জন্য নয়, কমেডির জন্যও তাৎপর্যময়। হলিউডের প্রভাবশালী তারকাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালনা করার কাজ সত্যিই স্বপ্নের মতো লাগছে।’ অন্যদিকে গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা বলেন, ‘নিকি গ্লেজারের স্বভাবসুলভ হাস্যরস গোল্ডেন গ্লোবসের সঙ্গে দারুণ মানানসই। নিশ্চয়ই আমাদের এবারের অনুষ্ঠানে অন্য রকম চঞ্চলতা ও স্বতঃস্ফূর্ততা দেখাবেন তিনি, যা দর্শককে বিনোদিত করবে।’ আগামী বছরের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটি দেখা যাবে সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক এবং ওটিটি প্ল্যাটফরম প্যারামাউন্ট প্লাস-এ।

About The Author

শেয়ার করুন