গোলাপের হাটে গবাদি প্রাণীকে টিকা প্রদান

72

চাঁপাইনবাবগঞ্জের গোলাপের হাট এলাকায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৬’র অধীন চামা মহিলা সমিতি, শাপলা মহিলা সমিতি, নূপুর মহিলা সমিতি ও সতেররশিয়া চামা মহিলা সমিতির সদস্যদের গবাদি প্রাণীকে টিকা প্রদান করা হয়েছে। এছাড়া কৃমিনাশক ট্যাবলেটও বিতরণ করা হয়। এর মধ্যে ৬৭টি গরুকে তড়কা রোগের, ৯৭ টি ছোট মুরগিকে বিসিআরডিভি ও ১৯৬টি বড় মুরগিকে আরডিভি, ৮৭টি হাঁসকে ডাকপ্লেগ এবং ১৯৩টি ছাগলকে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। অন্যদিকে ১৬৭টি গরু ও ১৮৭টি ছাগলের জন্য কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় একার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শনিবার সতেররশিয়া চামা গ্রামে টিকা প্রদান ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোলাপের হাট শাখার (ইউনিট-১৬) ব্যবস্থাপক মাহতাবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল) জুবাইদুর আলম ও রুহুল আমিন, প্রোগ্রাম অফিসার (সোসাল) আব্দুর রহমান ও ফারুক হোসেন।