শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ৪, ২০২৫ by

গোলশূন্য ড্র করলো রোনালদোহীন আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ এলিট দ্বিতীয় রাউন্ডে শেষ ষোলোর ম্যাচ। ইরানি ক্লাব এস্তেগলালের মুখোমুখি সৌদি ক্লাব আল নাসর। অথচ তেহরানে অনুষ্ঠিত এই ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি কেন দলে ছিলেন না, সে কারণ জানায়নি আল নাসর। যদিও ওয়েলনিউজ নামে রাশিয়ান একটি নিউজ এজেন্সি দাবি করছে, রোনালদো সর্বশেষ ২০২৩ সালে যখন তেহরান সফর করেছিলেন, তখন একজন প্রতিবন্দী শিল্পীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন। বিষয়টা ইরানি কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। আল নাসরের এক প্রতিনিধি নেই মিডিয়াকে বলেছেন, ‘আমরা কোনো খেলোয়াড়ের নিরাপত্তা এবং তার সুনামক্ষুণœ হোক- তা চাই না।’ রোনালদোহীন আল নাসর এস্তেগলালের বিপক্ষে কোনো গোলও করতে পারেনি। আবার গোল হজমও করেনি। অর্থ্যাৎ গোলশূন্য ড্র হয়েছে প্রথম লেগের এই ম্যাচটি। গত জানুয়ারিতে অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান গোল করার কাছাকাছি পৌঁছেছিলেন কয়েকবার এবং সাবেক লিভারপুল তারকা সাদিও মানেও বেশ কয়েকটি দারুণ চেষ্টা করেছিলেন গোলের; কিন্তু এস্তেগলাল গোলরক্ষক সাঈয়েদ হোসেইন হোসেইনি সবগুলো চেষ্টাই ঠেকিয়ে দেন। আল নাসর কোচ স্টেফানো পিওলি বলেন, ‘এ ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুব খুশি। এটা বোঝা খুব জরুরি যে, এটা ছিল ভিন্ন একটি ম্যাচ।’ ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে রিয়াদে, ১১ মার্চ। ওই ম্যাচের জয়ী দলই উঠবে কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে রোনালদোর খেলার কথা রয়েছে।

About The Author

শেয়ার করুন