শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২২, ২০২৫ by

গোলবিহীন রোনালদো, ভুলের পসরা সাজিয়ে হার আল নাসরের
সৌদি প্রো লিগে এক অপ্রত্যাশিত ফলাফলের সাক্ষী হলো আল নাসর। শুক্রবার রাতে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গোলশূন্য থাকায় এবং নানা ভুলে ভরা খেলায় তারা ২-৩ গোলের ব্যবধানে হেরে গেছে আল ইত্তিফাকের কাছে। এই পরাজয়ের সঙ্গে সঙ্গে থেমে গেছে আল নাসরের টানা পাঁচ ম্যাচে জয়লাভের রেকর্ড, এবং আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নও প্রায় শেষ হয়ে গেছে।
আল নাসরের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে রোনালদো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সফরকারী দলের গোলরক্ষক রোডাককে পরাস্ত করতে পারেননি। ১৩টি শটের পরেও গোলের দেখা মেলেনি তার। তবে ৪৭ মিনিটে আইমান ইয়াহিয়ার একটি হেডে আল নাসর প্রথম গোলটি পায়। কিন্তু মাত্র ৮ মিনিট পরই জর্জিনিও উইজনালডামের অসাধারণ গোলের মাধ্যমে ম্যাচ ১-১ সমতায় ফিরে আসে।
এরপর ৬৫ মিনিটে মোহাম্মদ আল ফাতিল দুর্দান্ত হেডে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আরও আক্রমণাত্মক খেলা শুরু করে আল নাসর, কিন্তু তাদের অতিরিক্ত আক্রমণাত্মক মনোভাবই শেষ পর্যন্ত দলের জন্য কাল হয়ে দাঁড়ায়। রক্ষণভাগ দুর্বল হয়ে যাওয়ার ফলস্বরূপ ৮২ মিনিটে আল ফাতিল আত্মঘাতী গোল করে বসেন, যা আল নাসরকে হতবাক করে দেয়।
কিন্তু আরও বিস্ময়ের ঘটনা ঘটে ম্যাচের ৮২ মিনিটের পর, যখন কোচ স্টেফানো পিওলি সেরা ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে বদলি করে মাঠ থেকে তুলে নেন, অথচ আত্মঘাতী গোল করা আল ফাতিলকে মাঠে রেখে দেন। এই সিদ্ধান্তের পরেই রক্ষণভাগে বিশৃঙ্খলা দেখা দেয়, এবং ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে উইজনালডাম সহজেই গোল করেন, ফলে আল ইত্তিফাক ৩-২ ব্যবধানে এগিয়ে যায়।
আরও এক দুঃখজনক ঘটনা ঘটে আল নাসরের জন্য, যখন ৭ মিনিটের ব্যবধানে তারা দুটি গোল হজম করে এবং ৯০ মিনিটে জন ডুরান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, প্রতিপক্ষ খেলোয়াড়কে মাথায় আঘাত করে। রোনালদো অবশ্য রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও, তিনি তার সতীর্থের শাস্তি কমাতে পারেননি।
এই হারে আল নাসর সৌদি প্রো লিগে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চলে এসেছে এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে। টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে তারা যে আত্মবিশ^াসে ছিল, সেটি এখন হুমকির মুখে। এছাড়া, এই পরাজয়ের ফলে আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও প্রায় হাতছাড়া হয়ে গেল।
এটি পরিণতি ঘটিয়েছে আল নাসরের জন্য এক বড় ভুলের পরিণতি, যেখানে রক্ষণভাগের ভুল, ভুল সিদ্ধান্ত এবং অসফল আক্রমণাত্মক খেলা মিলিয়ে তাদের দুর্ভাগ্যকে আরো বাড়িয়ে তুলেছে।

About The Author

শেয়ার করুন