বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৭, ২০২৫ by

গোমস্তাপুর সীমান্তে শিশুসহ ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে শিশুসহ ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা দিয়ে এই ১৭ জনকে পুশইন করা হয়।
পরে সেখান থেকে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি তাদেরকে আটকের পর গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে,  মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিভিষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাদের আটক করে। আটকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় অভ্যন্তরে বসবাস করে আসছিলেন। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদেরকে হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে হাওড়া জেলায় নিয়ে আসে। গত ২৪ মে হাওড়া থেকে বাসে করে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ ইটাভাটা ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফ ওই সীমান্ত দিয়ে তাদের পুশইন করে।
এদিকে রোকনপুর কোম্পানি ও ৮৮ ইটাভাটা বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১৭ জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। তারা থানা হেফাজতে রয়েছে। তিনি বলেন, বাংলাদেশী নাগরিক গোপনে দশ-বার বছর ধরে ভারতে ছিল। ভারত পুলিশ তাদেরকে ধরে সীমান্ত পথে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। তারা বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। এসময় বিজিবি তাদেরকে ধরে পুলিশে হস্তান্তর করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি রইস উদ্দিন।

About The Author

শেয়ার করুন